বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এক পলক

স্ত্রী হত্যায় ফাঁসি

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এবিএম মাহমুদুল হক গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রুবেল মালিথা ওরফে প্রেম মিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামের শের আলী মালিথার ছেলে। —কুষ্টিয়া প্রতিনিধি 

বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে আশরাফ আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর জান্নাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি একই গ্রামে।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

তিনজনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে গতকাল স্কুলছাত্রীসহ একই পরিবারের তিনজনকে  কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত মোশারফকে ঢাকা মেডিকেলে, তার মা ফাতেমা ও বোন স্কুলছাত্রী ইভা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

—আড়াইহাজার প্রতিনিধি

আজ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০১৮-১৯ মেয়াদের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত সাদা প্যানেল ‘হাসেম-হারুন’ পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-কুমিল্লা ইউনিট মনোনীত নীল প্যানেল ‘মোস্তফা কামাল-গোলাম মোস্তফা’ পরিষদ নামে দুটি প্যানেল ভোট যুদ্ধে নেমেছে। দুই প্যানেলের প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৩৪ জন। ভোটার সংখ্যা ৯৩৭ জন। —কুমিল্লা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর