শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘বলবর্ধক হালুয়ায়’ সর্বনাশ

দুই যুবকের মৃত্যু আইসিইউতে ২

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় ‘বলবর্ধক হালুয়া’ খেয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও দুজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়ার ভাদাইল এলাকার মণ্ডল কলোনিতে বুধবার রাতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ভাদাইলের জয়নালের ছেলে জিল্লুর রহমান (২৪) ও সুজাদ আলীর ছেলে মোতালেব মিয়া (২৫)। অসুস্থরা হলেন শামিম (২৭) ও ফরিদ উদ্দিন (৪৯)। ফরিদ পোশাক কারখানার সিকিউরিটি সুপারভাইজার, বাকিরা শ্রমিক। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার বাবুল হোসেন জানান, বুধবার রাতে ভাদাইল থেকে গুরুতর অবস্থায় চারজনকে এখানে নিয়ে আসেন স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক জিল্লুরকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মোতালেব মিয়া মারা যান। অন্য দুজনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মণ্ডল কলোনির এক কবিরাজ ব্যবসা করেন। বুধবার রাতে ওই কবিরাজ চারজনকে যৌন উত্তেজক হালুয়া তৈরি করে খাওয়ান। এর কিছুক্ষণ পরই তারা অসুস্থ হতে শুরু করেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গৌতম ঘোষ বলেন, প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আশুলিয়া থানার এসআই শাহিনুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেবেন।

সর্বশেষ খবর