শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চার মাসে বাল্যবিয়ে থেকে রক্ষা ২৮ শিক্ষার্থীর

ত্রিশালে ‘ব্রিগেডের’ নজিরবিহীন সফলতা

ময়মনসিংহপ্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে চার মাস আগে গঠিত হয়েছিল ‘ব্রিগেড টিম’। এই টিমের তৎপরতায় এরই মধ্যে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছেন উপজেলায় ২৮ শিক্ষার্থী। ত্রিশালের নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়মাঠে বৃহস্পতিবার বাল্যবিয়ে প্রতিরোধ টিমের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। ‘ব্রিগেড’ সদস্যদের প্রশংসা করে বিভাগীয় কমিশনার বলেন, ‘বিয়ের দিন আমরা অভিযান করে বিয়ে বন্ধ করলে সামাজিকভাবে যে নেতিবাচক প্রতিক্রিয়া হয় তা থেকে মুক্ত হতে এ টিমের কার্যক্রম একটি মাইলফলক। এরআগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার। এ সময় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌরমেয়র এবিএম আনিছুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, লুত্ফুন্নেছা বিউটি প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায়, গত অক্টোবরে ত্রিশাল উপজেলার ধলা স্কুলে ১৩ শিক্ষার্থী নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত করা হয়েছিল ‘ব্রিগেড টিম’। শুরুতেই সফলতা পেয়ে জানুয়ারি মাসে ইউনিয়ন ও পৌরসভায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠন করা হয় ১৩টি ‘ব্রিগেড’। বাল্যবিয়ে বন্ধ করতে তাদের সহায়তা করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ।

সর্বশেষ খবর