শিরোনাম
রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধুর জন্মদিনে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজন

প্রতিদিন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ছিল গতকাল। দিনটি উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি আয়োজন করে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এসবের মধ্যে ছিল— বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, র‌্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— রাজশাহী : র‌্যালি শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন, ডাবলু সরকার। বরিশাল : সার্কিট হাউস চত্বর থেকে র‌্যালি বের হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে শেষ হয়। সেখানে শিশু সমাবেশ ও আলোচনা সভা হাবিবুর রহমানের সভাপতিত্বে এমপি জেবুন্নেছা আফরোজ, আজাদ মিয়া, ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সিলেট : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে অ্যাড. লুত্ফুর রহমান, আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান, আসাদ উদ্দিন আহমদ। রংপুর : বঙ্গবন্ধু চত্বরে ‘বঙ্গবন্ধুর ম্যুরালে’ মোস্তাফিজার রহমান মোস্তফা, কাজী হাসান আহমেদ, খন্দকার গোলাম ফারুক পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া এনামুল হাবীবের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বগুড়া : জেলা স্কুলমাঠে শিশু সমাবেশ শেষে শোভাযাত্র বের করা হয়। এতে নূরে আলম সিদ্দিকী, আলী আশরাফ ভুঞা, মমতাজ উদ্দিনসহ অন্যরা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া : বাঞ্ছারামপুরে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি। কুমিল্লা : র‌্যালি, শিশু সমাবেশ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, আবুল ফজল মীর, রিয়াল অ্যাডমিরাল (অব.) আবু তাহের প্রমুখ। অন্যদিকে আঞ্জুম সুলতানা সীমার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে জেলার মেঘনায় স্থানীয় লুটেরচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের প্রধান শিক্ষক মো. আলী সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম। বক্তৃতা করেন রতন শিকদার, মুক্তিযোদ্ধা আ. গাফ্ফার। দাউদকান্দির গৌরীপুর আওয়ামী লীগের কার্যলয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আ. মান্নান জয়। বক্তৃতা করেন মহিউদ্দিন শিকদার, শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, জাকির নেওয়াজ সোহেল, সাত্তার তালুকদার, আনোয়ার হোসেন প্রমুখ। বরগুনা : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, মোখলেছুর রহমান, বিজয় বসাক প্রমুখ। মুন্সীগঞ্জ : র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুভেচ্ছা নিবেদন ও কেক কাটা হয়। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাড. মৃণাল কান্তি দাস। এদিকে শ্রীনগরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও গ্রাফিক নভেলে বঙ্গবন্ধু বই দুটি বিতরণ করা হয়। উপজেলার এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে আয়োজিত অনুষ্ঠানে গোলাম সারোয়ার কবিরের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন চিত্রনায়ক ফারুক। মশিউর রহমান মামুনের সভাপতিত্বে বক্তৃতা করেন অভিনেত্রী নূতন, কণ্ঠশিল্পী আলম আরা মিনু, ক্রিকেটার তাইজুল ইসলাম, আওলাদ হোসেন, আরিফ হোসেন, ওয়াহিদুর রহমান জিঠু, জাকির হোসেন প্যারট, আবীর রহমান সৈকত, জহিরুল ইসলাম লিমন প্রমুখ। খাগড়াছড়ি : সরকারি হাইস্কুল মাঠ থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে টাউন হলে সমাবেশে মিলিত হয়। সমাবেশ উদ্বোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। নোয়াখালী : র‌্যালি শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে শেষ হয়। সেখানে আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা অংশ নেন। চাঁদপুর : শহরের অঙ্গীকার পাদদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাজেদুর রহমান খান, শামছুন্নাহার। চাঁপাইনবাবগঞ্জ : এমপি আব্দুল ওদুদ বঙ্গবন্ধু মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা : জেলার খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। নাটোর : জেলা শহরের কান্দিভিটুয়াস্থ আওয়ামী লীগের দলীয় কার‌্যালয়ে অ্যাডভোকেট সিরাজুল ইসলামের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন আওয়ামী লীগ নেতারা। জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শাহিনা খাতুন, বিপ্লব বিজয় তালুকদার, সাজেদুর রহমান খান প্রমুখ। ফরিদপুর : জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন উপজেলায় নানা কর্মসুচির আয়োজন করা হয়। নগরকান্দা উপজেলার ফুলসতী আব্দুল আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে  আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। সভা শেষে উপস্থিত সবার মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়। গাজীপুর : জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ ও র‌্যালি, কেক কাটা, তথ্যচিত্র প্রদর্শন, দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খন্দকার ইয়াসির আরেফিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, মোহাম্মদ রাসেল শেখ, ইকবাল হোসেন সবুজ প্রমুখ। এদিকে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনভর অনুরূপ কর্মসূচি পালিত হয়।

এছাড়া ঝালকাঠি, কুড়িগ্রাম, গাইবান্ধা, লক্ষ্মীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, দিনাজপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, নওগাঁ ও শেরপুরসহ দেশের সব জেলা ও উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ খবর