মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুজনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে গতকাল জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে লেদু মিয়া (৫০) নামে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত লেদু মিয়া উপজেলার ঢোংরা গ্রামের নওশা মিয়ার ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত জানান, মাথায় গুলিবিদ্ধ হয়ে লেদুকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জমিতে হালচাষ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে রুবেল মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার চিতনা গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। রুবেল ওই গ্রামের নাসির মিয়ার ছেলে। এ ঘটনায় রুবেলের বাবা নাসির, মা রোকেয়া ও ছোট ভাইয়ের স্ত্রী আহেদাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একখণ্ড জমি নিয়ে চিতনা গ্রামের মজু মিয়ার সঙ্গে নাসির মিয়ার বিরোধ চলছিল। সোমবার নাসিরের ছেলে রুবেল ওই জমি চাষ করতে গেলে মজু মিয়ার লোকজন তার উপর হামলা চালায়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর