শিরোনাম
মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

১৩ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

গুণগত মানসনদ না নিয়ে ইট প্রস্তুত করে বাজারজাত করার অভিযোগে রংপুরের ১৩টি ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। গতকাল বিএসটিআইয়ের পক্ষ থেকে রংপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করা হয়। ইটভাটাগুলো হলো সদর উপজেলার মেসার্স সেট ব্রিকস, মেসার্স এমএমবি স্টার ব্রিকস, মেসার্স এসএম ব্রিকস, বদরগঞ্জ উপজেলার মেসার্স এমবিটি ব্রিকস, মেসার্স ন্যাশনাল ব্রিকস্ কোম্পানি, মেসার্স রিয়েল ব্রিকস, মেসার্স উজালা ব্রিকস্  কোম্পানি, মেসার্স এমএমবি ব্রিকস, মেসার্স ইউনিক ব্রিকস, মেসার্স এবিসি ব্রিকস এবং কাউনিয়া উপজেলার মেসার্স ইনো ব্রিকস, মেসার্স কেকে ব্রিকস, মেসার্স এসটিআর ব্রিকস।

সর্বশেষ খবর