বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শাবি ছাত্রলীগের দুই পক্ষে গোলাগুলি, বহিষ্কার ১৪

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় এস এম আবদুল্লাহ রনি নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এফইটি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনি বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। এদিকে এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি শাখা ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে সাতকরা রেস্টুরেন্টে সাঈদ-সবুজ ও তরিকুল গ্রুপের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে ঘটনার পর শাহপরান হলে সহসভাপতি তরিকুল ইসলাম নিয়ন্ত্রিত কক্ষগুলোয় ভাঙচুর চালিয়ে দখল করে নেন সাঈদ-সবুজ গ্রুপের অনুসারীরা।

শাখা ছাত্রলীগের সহসভাপতি তরিকুল ইসলামের গুলিতে এক শিক্ষার্থী আহত হন বলে দাবি করেন সাঈদ-সবুজ গ্রুপের কর্মীরা। তবে তরিকুল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাতকরা রেস্টুরেন্টে আঞ্চলিক সংগঠনের সভা চলাকালে সাঈদ-সবুজের ৩০-৪০ জন কর্মী আমার ওপর অতর্কিত হামলা করেন। এ সময় তাদের গুলিতেই রনি আহত হয়েছেন।’

জালালাবাদ থানার ওসি শাফিকুল ইসলাম বলেন, ‘কে বা কারা গুলি করেছে তা এখনো জানা যায়নি। তবে পাঁচ রাউন্ড গুলি ছোড়ার খবর পাওয়া গেছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহীর উদ্দিন আহমদে বলেন, ‘প্রধান ফটকের সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল।’

সর্বশেষ খবর