শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

উন্নয়নশীল দেশের মর্যাদা লাভে জেলা-উপজেলায় আনন্দ র‌্যালি

প্রতিদিন ডেস্ক

স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপন উপলক্ষে গতকাল জেলা-উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি-বেসরকারি দফতর ও সংস্থা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সংগঠনের নেতা-কর্মী এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— রাজশাহী : সরকারি-বেসরকারি সংস্থা ও সংগঠন নগরীর আলুপট্টি থেকে র‌্যালি বের করে। র‌্যালি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান, জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

বরিশাল : মহিলা কলেজ চত্বর থেকে অধ্যক্ষ আবদুল মোতালেবের নেতৃত্বে আনন্দ র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর ফের মহিলা কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে আবদুল মোতালেবের সভাপতিত্বে আলোচনা সভায় অমল কৃষ্ণ বড়াল, বদরুন্নাহার বেগম, মঞ্জু সোহেলসহ অন্যরা বক্তৃতা করেন। রংপুর : মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেখান থেকে র‌্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন কাজী হাসান আহমেদ, খন্দকার গোলাম ফারুক, মিজানুর রহমান, মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ। ময়মনসিংহ : জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। পরে টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শোভাযাত্রা উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফাতেমা জহুরা রানী এমপি, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। বগুড়া : শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, মোস্তাফিজার রহমান, মমতাজ উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্কুল-কলেজ-মাদ্রাসা শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া : শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে বের হওয়া র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। সাহেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নায়ার কবীর, আল মামুন সরকার। নরসিংদী : র‌্যালি শেষে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের সাবেক এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ। মঞ্জুর-উল-আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন জহিরুল ইসলাম, আজহারুল ইসলাম, প্রকাশ কুমার ঘোষ, জুয়েল হোসেন সিরাজী প্রমুখ। বাগেরহাট : শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় ডা. মোজাম্মেল হোসেন এমপি, মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্রসহ প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।  দিনাজপুর : গোর-ই শহীদ ময়দান থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা উদ্বোধন করেন ডিসি ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। অংশ নেন এসপি হামিদুল আলম, সিভিল সার্জন ডা. মওলা বক্স, আনোয়ারুল ইসলাম।  কিশোরগঞ্জ : পুরনো স্টেডিয়াম থেকে বের হওয়া র‌্যালিতে অংশ নেন নারী সংসদ সদস্য দিলারা বেগম আসমা, ডিসি সারওয়ার মুর্শেদ চৌধুরী, অ্যাডভোকেট এমএ আফজল প্রমুখ। লালমনিরহাট : পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। সেখানে শফিউল আরিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি সফুরা বেগম রুমি। উপস্থিত ছিলেন মতিয়ার রহমান, এসএম রশিদুল হকসহ শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। টাঙ্গাইল : জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে পুলিশ সুপার সঞ্জিত কুমার, অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরসহ সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারা অংশ নেন। নোয়াখালী : র‌্যালিতে ডিসি মাহবুব আলম তালুকদার, এসপি ইলিয়াছ শরীফ, আবদুর রউফ মণ্ডলসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। মুন্সীগঞ্জ : আনন্দ র‌্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও রাজনীতিবীদ ও হাজার হাজার শিক্ষার্থী অংশ  নেন। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে হয় সভা। এতে অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি, ডিসি সায়লা ফারজানা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লক্ষ্মীপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং যশোরের বেনাপোল, নারায়ণগঞ্জে সোনারগাঁ, বরগুনার আমতলী, সাতক্ষীরার কলারোয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, ঢাকার নবাবগঞ্জ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, পটুয়াখালীর কলাপাড়া, পটুয়াখালীর বাউফল ও ময়মনসিংহের ভালুকায় র‌্যালি-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ খবর