শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পোস্ট ই-সেন্টার প্রকল্পের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরে রুল

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিভিন্ন জেলায় কর্মরত পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের ৭৩ কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে চার সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহম্মেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ কর্মচারীদের পক্ষে রিট আবেদন করেন। জানা যায়, পোস্ট ই-সেন্টার প্রকল্প ২০১২ সালে একনেকে অনুমোদন হলেও মূল কার্যক্রম শুরু হয় ২০১৪ সালের ১ জানুয়ারি। ডাক বিভাগের এ প্রকল্পের বিভিন্ন পদে ১১৩১ কর্মচারী নিয়োগ দেওয়ার কথা থাকলেও বিভিন্ন সময়ে ৩৯৯ জন নিয়োগ পান। প্রকল্পে নিয়োজিত সিস্টেম সাপোর্ট পার্সোনাল/ট্রেইনার এবং হার্ডওয়্যার টেকনিশিয়ানরা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ডাক বিভাগের ঐতিহ্য ফিরিয়ে আনেন এবং নতুন ই-সেবা তৈরি করে গ্রামীণ জনপদে আশার সঞ্চার করেন। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় মানুষ সেবাবঞ্চিত ও কর্মচারীরা বেকার হয়ে পড়েন। এ অবস্থায় সিরাজগঞ্জ সদর উপজেলার আব্দুর রাজ্জাকসহ মোট ৭৩ জন হাইকোর্টে রিট পিটিশন করেন।

সর্বশেষ খবর