শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘সরকার ক্ষমতায় থাকার জন্য সুষ্ঠু নির্বাচন দিতে চায় না’

মৌলভীবাজার প্রতিনিধি

খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমীর ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী মাওলানা মুহাম্মদ ইসহাক বলেছেন, ‘তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভুয়া মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। জামিন দেওয়ার পরও তা আটকে দেওয়া হয়েছে। মাওলানা ইসহাক বলেন, ক্ষমতাসীনরা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। তারা ক্ষমতায় থাকার জন্য সুষ্ঠু নির্বাচন দিতে চায় না।’ মৌলভীবাজারে গতকাল দলীয় জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের কথা স্মরণ করে ইসহাক আরো বলেন, এখানে বিএনপিরও নামকরা প্রার্থী রয়েছেন, যার বাবা এদেশের অত্যন্ত সু-পরিচিত মন্ত্রী ছিলেন এবং উন্নয়ন করেছেন। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ মুনতাসির আলী, অ্যাড. জাহাঙ্গির হোসাইন। সৈয়দ মুজাদ্দেদ আলীর সভাপতিত্বে ও সাইফুর রহমানের পরিচালনায় জনসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলা আহমেদ বিলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী, মাওলা আব্দুল বারী ধর্মপুরী, হাসান নুরী চৌধুরী, জামাল আহমদ প্রমুখ।

সর্বশেষ খবর