শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এক পলক

‘২৪ মার্চের সমাবেশ থেকে মুক্তির বার্তা দেবেন এরশাদ’

আগামী ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে হুসেইন মুহম্মদ এরশাদ দুই দলের দু:শাসন থেকে মুক্তির বার্তা দেবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুন। তিনি বলেন, আগামীতে ব্যালট বিপ্লবের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে দেশে শান্তি প্রতিষ্ঠার দিক নির্দেশনা তুলে ধরবেন। গতকাল ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে একথা বলেন তিনি। এ সময় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সাক্ষীকে মারপিট

ময়মনসিংহের গৌরীপুরে পূর্বশত্রুতার জেরে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মামলার সাক্ষীকে মারপিট করার অভিযোগে ফের থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার রাতে গৌরীপুর থানায় এ অভিযোগ করেন ভুক্তভোগী ও মামলার সাক্ষী আব্দুল্লাহ আলম মামুন। তিনি জানান, সন্ত্রাসীরা আমাকে রাস্তায় আটকিয়ে মারপিট করে বাইসাইকেল ও পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

 —ময়মনসিংহ প্রতিনিধি

ছাদ ভেঙে আহত ৪

দিনাজপুর সদরের নশিপুরে গতকাল বিএডিসি’র নির্মাইাধীন বীজ প্রক্রিয়াজাতকরণের গোডাউনের ছাদ ভেঙে পড়েছে। এতে চার শ্রমিক আহত হয়েছেন। তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিএডিসির যুগ্ম পরিচালক মোসাদ্দেক হোসেন রিংকু বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। — দিনাজপুর প্রতিনিধি

রেলপথ দাবি

‘দাবি মোদের একটাই, দুর্গাপুরে রেল চাই’ স্লোগানে মানববন্ধন করেছে দুর্গাপুরবাসী। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে বক্তারা জারিয়া রেল স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত ১২ কি.মি. রেলপথ সম্প্রসারণের দাবি জানান।  —নেত্রকোনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর