শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় শিশু স্কুলছাত্রসহ নিহত ৬

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ও শুক্রবার বিভিন্ন সময় এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর— চট্টগ্রাম : পিকআপ ভ্যানের ধাক্কায় জিসা মনি নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন চিংমাইপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসা ওই এলাকার কলিম উল্লাহর মেয়ে। বগুড়া : জেলার ধুনটে গতকাল ইটবোঝাই ট্রলির চাপায় রায়হান আলী সেখ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত রায়হান আলী ধুনট উপজেলার আমদানিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে এবং খাটিয়ামারি উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই রাজু আহম্মেদ (২০) আহত হয়েছেন। বাগেরহাট : মোরেলগঞ্জে পণ্যবাহী পিকআপ পরপর দুটি মোটরসাইকেলকে চাপা দিলে সুমন (২৬) ও সোহেল খান (২৮) নামে দুই চালক নিহত ও অপর ২ আরোহী আহত হয়েছেন। এছাড়া বাগেরহাট-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় টমটম উল্টে ৬ পূন্যার্থী গুরুতর আহত হয়েছেন। মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালীর গোপালসাধুর মেলা থেকে বাড়ি ফেরার পথে গতকাল দুপুরে শরণখোলার ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ : মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ইমদাদ শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইমদাদ শেখ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কেরামত শেখের ছেলে। নাটোর : বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় মালবাহী দুই ট্রাকের সংঘর্ষে সাজ্জাদ হোসেন নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। নিহত সাজ্জাদ হোসেন যশোর জেলার বিজয় নগর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

সর্বশেষ খবর