শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কক্সবাজারে হাতের মুঠোয় ভূমি সেবা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে হাতের মুঠোয় ভূমি সেবা

উপজেলা ভূমি অফিসের সব সেবা এক প্লাটফরমে আনার জন্য কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে চালু হয়েছে হ্যালো এসি ল্যান্ড” নামক মোবাইল অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে ভূমি সেবা গ্রহীতারা ঘরে বসে এখন সম্পাদন করছেন ভূমি সম্পর্কিত সব কাজ। এই অ্যাপসটি বিশ্লেষণে দেখা যায়— এটির মাধ্যমে পাওয়া যাচ্ছে খাস জমি ও অর্পিত সম্পত্তির তথ্য। নিশ্চিত করা হয়েছে ভূমি অফিসের সব সেবা পাওয়ার পদ্ধতি। এই অ্যাপসটির মাধ্যমে ঘরে বসে ই-নামজারির আবেদন করা যাচ্ছে। কক্সবাজার সদর উপজেলায় ১৯টি মৌজা আছে। এ সব মৌজায় হাজার হাজার একর খাস জমি ও অর্পিত সম্পত্তি আছে। এই খাস ও অর্পিত সম্পত্তি নানাভাবে বেদখল হয়ে যায়। এই বিপুল পরিমাণ সম্পত্তি সুষ্ঠু ব্যবস্থাপনার একটি ডাটাবেজ সর্বসাধারণের কাছে উন্মুক্ত থাকা অপরিহার্য। বাহারছড়ার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান বলেন ছোট বেলা থেকে বাবার হাত ধরে ভূমি অফিসে যাতায়াত ছিলো আমার। ভূমি অফিসে পরিবর্তনের কথা চিন্তা করেছি অনেক। কিন্তু পরিবর্তন লক্ষ্য করি নাই। তবে নতুন এসি ল্যান্ড মোবাইলের মাধ্যমে যে ভূমি সেবা দেওয়া শুরু করেছেন— এটি আমার স্বপ্নের বাস্তবায়ন।  প্রতিদিন শত শত মানুষ সেবা নিচ্ছেন এই অ্যাপসটির মাধ্যমে। ইতোমধ্যে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উন্নয়ন মেলায় পুরস্কার দেওয়া হয়েছে এই অ্যাপসের উদ্ভাবক এসি ল্যান্ডকে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বলেন সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যকে বাস্তবায়ন করতে এই অ্যাপস চালু করা হয়েছে। এটির মাধ্যমে যেকোন ব্যক্তি ই-নামজারির আবেদনসহ অন্যান্য ভূমি সেবা নিতে পারবেন। এমনকি করতে পারবেন অভিযোগ।

সর্বশেষ খবর