বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বজ্রপাতে আগুনে ৭৫ ঘর-দোকান পুড়ে ছাই

রূপগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে বজ্রপাত থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭০টি বসতঘর ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। তারাব পৌরসভার দিঘিবরাব এলাকায় সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। প্রত্যক্ষদর্শীরা জানান, দিঘিবরাব এলাকায় মনির হোসেন বেপারির টিন ও কাঠ দিয়ে নির্মাণ করা ৭০ কক্ষের একটি বাড়ি রয়েছে। ওই বাড়িতে ৭০টি পরিবার বসবাস করে। এ ছাড়া ওষুধ ও মুদি-মনিহারির দোকান আছে ৫টি। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝড়ের সময় কয়েকটি বজ্রপাত হয়। এ সময় বাড়ির এক পাশের কক্ষে আগুন লেগে যায়। টের পেয়ে লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালায়। একপর্যায়ে আগুনের তীব্রতা বেড়ে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে ৭০টি বসতঘর, ৫টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সর্বশেষ খবর