সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মুক্তাগাছায় টোল আদায় নিয়ে সংঘর্ষ, আগুন, হামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় পরিবহন টোল আদায়কে কেন্দ্র ইসলাম নামে পৌর যুবলীগের এক সদস্য আহত হন। এ সময় একটি মোটরসাইকেল ও একটি ব্যাটারি চালিত অটোবাইক আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। শহর যুবলীগের যুগ্ম আহবায়ক রবিন সরকার জানান, সকালে পৌর যুবলীগের সদস্য সাইলদুল ইসলাম শহরের বড়হিস্যা বাজার এলাকায় সিএনজি অটোরিক্সা থেকে পৌর টোল আদায় করতে যায়। এসময় মাহবুবুল হক মনি তার লোকজন নিয়ে সাইদুলকে মারধর করে। এ ঘটনার জেরে কে বা কারা মনির ব্যবসায়ী প্রতিষ্ঠান বিহন মটর্সে গিয়ে হামলা করেছে তা আমি অবগত নই। মুক্তাগাছা উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মনি জানান, বিনা কারণে শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিন সরকারের নেতৃত্বে আমার বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নড়াইলে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আহত : নড়াইল প্রতিনিধি জানান, গরুর হাট ইজারা নিয়ে গতকাল নড়াগাতি থানার পহরডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় ১৫ আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছেন। নড়াগাতি থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম জানান, দুইপক্ষের দ্বন্দ্বের জেরে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর