মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

এবার সালথায় সরকারি অফিসে চুরি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দফতরসহ চার অফিসে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা পরিষদে অবস্থিত বিভিন্ন দফতরের ৯টি আলমারি ভেঙে  প্রায় ১ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের হাসান বলেন, সিসি টিভি ক্যামেরায় দেখা গেছে, রাত ২টা ৫ মিনিটের দিকে এক ব্যক্তি তিনটি রুমে ঘুমিয়ে থাকা পাহারাদারদের বাইরে থেকে ছিটকানি আটকে দেয়। পরে সেই ব্যক্তি পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়, প্রকৌশলীর কার্যালয়, ভুমি কর্মকর্তার কার্যালয়, যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে। এ সময় সেই ব্যক্তি ৯টি আলমারি ভেঙে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সম্মানি বাবদ রাখা ও অফিস খরচের ৯৬ হাজার ৬০০ টাকা নিয়ে রাত ২টা ২০ মিনিটের দিকে বেরিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, সিসি টিভির ফুটেজ দেখে চোরকে শনাক্ত এবং আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর