মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

চাঁদা না দেওয়ায় পাম্প ব্যবস্থাপককে মারধর, মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

দাবি করা চাঁদা না দেওয়ায় ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার এলাকায় ‘সারমানো এনার্জি লিমিটেডের ব্যবস্থাপক আলী আকতার রিপনকে মারধরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে রবিবার রাতে কোতোয়ালি মডেল থানায় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা হলেন— সাবেক ছাত্রলীগ নেতা রয়েল হোসেন, মহানগর আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন ও চরনিলঙ্গিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন। কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাদী আলী আকতার রিপন জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকার করায় তারা নানাভাবে হুমকি দিচ্ছিল। এর মধ্যে গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এক ঘণ্টার মধ্যে ১০ হাজার টাকা নিয়ে বাদীকে দেখা করতে বলে মহানগর আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন। নির্ধারিত সময়ে চাঁদা না দেওয়ায় ওই দিনই রাত সাড়ে ১০টার দিকে সিএনজি পাম্পে এসে আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয়। এরপর তারা আমাকে মারধর করে রক্তাক্ত করে।

সূত্র জানায়, সিএনজি পাম্পটির ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপায় এবং পরিচালক লুত্ফর রহমানের বাড়ি রাজবাড়ী জেলায়। তারা কেউই ময়মনসিংহে থাকেন না বলে জানান ব্যবস্থাপক রিপন।

সর্বশেষ খবর