বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
চার জেলা-উপজেলায় কালবৈশাখী বজ্রপাত

তিনজনের প্রাণহানি, বাড়িঘর ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন জেলা-উপজেলার ওপর দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে কালবৈশাখী ঝড় ও বজ পাতের ঘটনা ঘটেছে। কুমিল্লার দাউদকান্দিতে বজ াঘাতে প্রাণ গেছে দুই গৃহবধূর। রংপুরের বদরগঞ্জে ঝড়ের সময় গাছচাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বরিশালে আহত হয়েছেন ১২ জন। এ ছাড়া বিভিন্ন স্থানে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দিতে মঙ্গলবার রাতে পৃথক বজ পাতে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। তারা হলেন— উপজেলার চান্দেরচর গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী রুফিয়া (৬০) ও দক্ষিণ নছুরুদ্দি গ্রামের শামছুল হকের স্ত্রী আজমেরি (৪২)। স্থানীয়রা জানান, রাতে দুই গৃহবধূ জরুরি কাজে ঘড়ের বাইরে বের হলে বজ াঘাতে তারা মারা যান। বরিশাল : বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে ঝড়ে কাঁচা ঘর, গাছপালা, পানের বরজ এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের সময় গৌরনদীতে গাছ এবং ঘরচাপা পড়ে আহত হয়েছেন ১২ জন। এদের মধ্যে চারজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল ও তিনজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বরিশাল আবহাওয়া অফিসের কর্মকর্তা নাসির উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। ঝড়টি পাঁচ মিনিট স্থায়ী ছিল। স্থানীয় জনপ্রতিনিধিরা কালবৈশাখীতে ক্ষয়ক্ষতি নিরূপণ করে উপজেলা প্রশাসনের কাছে দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বদরগঞ্জ : রংপুরের বদরগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় গাছচাপা পড়ে অমিছা বেগম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার মধুপুর ইউপির আউলিয়াগঞ্জ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলস্টেশনের পাশে টিনের ঘরে বাস করতেন অমিছা। মঙ্গলবার দিবাগত রাতে ঝড়ে একটি গাছ উপড়ে তার ঘরের ওপর পড়ে। এতে চালা ভেঙে চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘরে তার পাঁচ বছর বয়সী একটি শিশু সন্তান থাকলেও সে অক্ষত রয়েছে। কালকিনি : কালকিনি উপজেলায় ঝড়ে ২০টি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত বাড়িঘর, স্কুল-কলেজ, মাদ্রাসা দুমড়ে-মুচড়ে গেছে। লণ্ডভণ্ড হয়েছে গাছপালা ও খেতের ফসল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমি, মোল্লারহাট দারুস সুন্নত ছালেহিয়া ফাজিল মাদ্রাসা। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবন, ছাত্র নিবাস ভেঙে যাওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যবই ভিজে নষ্ট হয়ে গেছে।

 

সর্বশেষ খবর