বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আমেরিকান শ্যারুন এখন ফরিদপুরের গৃহবধূ

ফরিদপুর প্রতিনিধি

আমেরিকান শ্যারুন এখন ফরিদপুরের গৃহবধূ

স্বামী সিংকুর সঙ্গে শ্যারুন

ছয় মাস আগে ফেসবুকে পরিচয়। এ পরিচয়ের সূত্র ধরে প্রেম। পরে আবদ্ধ হন বিয়ের বন্ধনে। ঘটনাটি ঘটে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে।

জানা যায়, ঝাউখোলা গ্রামের আশরাফউদ্দিন সিংকু পড়াশোনা করেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। সিংকু জানান, ছয় মাস আগে ফেসবুকে পরিচয় হয় আমেরিকার নিউইয়র্কে কর্মরত ব্যাংকার শ্যারুনের সঙ্গে। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শ্যারুন তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি সায় দেন। ১০ এপ্রিল শ্যারুন বাংলাদেশে এসে মুসলিম রীতি অনুযায়ী সিংকুর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। সিংকু বলেন, ‘আমার সঙ্গে শ্যারুনের বয়সের ব্যবধান কিছুটা বেশি হলেও দুজন দুজনকে পেয়ে খুব খুশি।’ শ্যারুন বলেন, ‘বাংলাদেশে এসে তার খুব ভালো লাগছে। এ দেশের মানুষ খুব ভালো।’ আমেরিকান বউ পেয়ে খুশি সিংকুর পরিবারও। আমেরিকা থেকে শ্যারুন ঢাকায় আসেন গত ৬ এপ্রিল। ঢাকায় শ্যারুন ও সিংকুর বিয়ে হয় ১০ এপ্রিল। ঢাকা থেকে দুজন ফরিদপুরে আসেন তিন দিন আগে। কয়েকদিন পর শ্যারুন ফিরে যাবে আমেরিকা। সেখানে কয়েকদিন থাকার পর আবারও বাংলাদেশে আসবেন বলে জানা গেছে।

 

সর্বশেষ খবর