শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

জাহাঙ্গীরের আনন্দনৃত্য দেখে শিউরে উঠছিল হাজার হাজার লোক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

দেড়শ ফুট উঁচু বিদ্যুৎ টাওয়ারের উপর নাচছিল জাহাঙ্গীর (৩৫)। আর নিচে হাজার হাজার লোক তা দেখে শিউরে উঠছিল। কারণ সে যেখানে নাচছিল সেখান দিয়ে বয়ে যাচ্ছিল প্রায় ১ লাখ ৩২ হাজার ভোল্ট শক্তির বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ লাগলেই তার শরীর হয়ে যাবে ছাই। নিশ্চিত মৃত্যু। এ দৃশ্য গতকাল বেলা ১১টা থেকে ৬টা পর্যন্ত দেখা গেছে কাঁচপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে। জাহাঙ্গীর কখন টাওয়ারে উঠেছিল কেউ জানে না। বেলা ১১টায় সে মানুষের নজরে পড়ে। তখন ব্যাপারটি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) কর্তৃপক্ষকে জানানো হয়। ডিপিডিসি বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয়। ফায়ার ব্রিগেডের কর্মীরা ছুটে আসেন। ছুটে আসেন বিদ্যুৎকর্মীরাও। জনতার ভিড় জমে। হাজার হাজার মানুষ। সবাই বলছে ‘ভাই নেমে এসো’। ভাই নামে না বলে, কি সুন্দর দুনিয়া দেখা যায়। সে নাচে। মাঝে মধ্যে টাওয়ারের এঙ্গেল ধরে ঝুলতে থাকে। ৫টা পর্যন্ত এ অবস্থা চলে। শেষে বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস কর্মীরা টাওয়ারে ওঠেন। জাহাঙ্গীরকে অনুনয় বিনয় করেন নেমে যাওয়ার জন্য। সন্ধ্যা ৬টায় জাহাঙ্গীর নেমে আসে। ক্লান্ত পরিশ্রান্ত। অভুক্ত। তাকে দ্রুত সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জাহাঙ্গীরকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলে মনে করছেন।

সর্বশেষ খবর