সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দুর্ভোগ যে বন্দরে নিত্যসঙ্গী

পেট্রাপোল স্থলবন্দর : প্রতিনিয়ত হয়রানির শিকার হন বাংলাদেশি যাত্রীরা

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে নানা অব্যবস্থাপনার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন ভারতগামী বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা। রেহাই মিলছে না ভারতীয়দেরও। শুধু দুর্ভোগ নয়, অনেক সময় বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি শারীরিক নির্যাতনও করা হয়। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও এ নিয়ে মাথাব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ভুক্তভোগীদের অভিযোগ, বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে এ রকম দুর্ভোগ-নির্যাতন মেনে নেওয়া যায় না। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ইমিগ্রেশন ও বন্দর কর্তৃপক্ষ পাসপোর্ট যাত্রীদের সমস্যার বিষয়ে বার বার ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।’ জানা যায়, সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণে বেনাপোল দিয়ে দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রীদের ভারতে যাতায়াত দেশের অন্য বন্দরের চেয়ে বেশি। বর্তমানে প্রতিদিন প্রায় ৮-১০ হাজার পাসপোর্ট যাত্রী এ পথে যাতায়াত করেন। ভিসা নিতে ভারতীয় হাইকমিশন পাসপোর্টপ্রতি ৭০০ এবং বাংলাদেশ সরকার ভ্রমণ কর নিচ্ছে ৫৪২ টাকা। এছাড়া ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও খরচ হয় প্রায় দুই হাজার। কিন্তু যাত্রী সুবিধার জন্য কিছুই করেনি কর্তৃপক্ষ। ভারতীয় কাস্টমসে যাত্রীদের জন্য নেই কোনো বিশ্রামাগার ও টয়লেট। পেট্রাপোল ইমিগ্রেশনে ঢোকার জন্য চেকপোস্টে নো-ম্যান্সল্যান্ডে খোলা আকাশের নিচে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় পাসপোর্ট যাত্রীদের। এ সময় অনেকে অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ আছে, গত শুক্রবার ভারতের হরিদাসপুর ইমিগ্রেশনে মিনহাজ আরাফাত (২৯) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে নির্যাতন করে ভারতীয় পুলিশ। মিনহাজ নেত্রকোনার কেন্দুয়া থানার মতিয়ার রহমানের ছেলে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘পাসপোর্ট-ভিসা নিয়ে বেনাপোল ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতের হরিদাসপুর কাস্টমস পার হয়ে সে দেশের ইমিগ্রশনে প্রবেশ করি। এরপর পাসপোর্টের ফরম পূরণ করে লাইনে দাঁড়াই। তখন আমার মোবাইল ফোনে কল আসে। রিসিভ করে কথা বলার সময় সাদা পোশাকের ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আমাকে একটি কক্ষে নিয়ে নানা প্রশ্ন করে। একপর্যায়ে শারীরিকভাবে নির্যাতন ও পাসপোর্টে রিফিউজ সিল মেরে বাংলাদেশে ফেরত পাঠায়। এ সময় বাংলাদেশি অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

সর্বশেষ খবর