সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

‘নেত্রকোনায় এক বছরে ২৪৮ নারী ও শিশু নির্যাতনের শিকার’

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ২০১৭ সালে ২৪৮ নারী-শিশু নির্যাতনের শিকার হয়েছেন। জেলা হাসপাতল সূত্রে এ তথ্য পাওয়া গেছে। নির্যাতিতদের মধ্যে ২০০ জন নারী এবং শিশু ৪৮ জন।

হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেল সূত্রে জানা যায়, ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নেত্রকোনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৫৭ নারী ও ১৬ শিশু। মানসিক নির্যাতনের শিকার একজন। যৌন নির্যাতন করা হয়েছে ২৪ নারী ও ১৭ শিশুকে। পয়যনের শিকার হয়েছেন ১৮ নারী ও ১২ শিশু। এসিড সন্ত্রাসের শিকার এক শিশু। বাল্যবিয়ে হয়েছে একটি। এদিকে ‘অনেক হয়েছে প্রতিবাদ, এবার হোক প্রতিরোধ, সারা বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলুন’ স্লোগানে গতকাল নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। সাংবাদিক সমাজ, বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, মানবাধিকার নারী সমাজ, ইউনিয়ন নেটওয়ার্ক, সুপ্র এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এতে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তৃতা করেন, হায়দার জাহান চৌধুরী, বেগম রোকেয়া, মোজাম্মেল হক বাচ্চু, আলী আমজাদ, দিলুয়ারা বেগম, তাহেজা বেগম, আব্দুর রাজ্জাক, কোহিনুর বেগম, আব্দুল হাই প্রমুখ। বক্তারা বলেন, ৬-১০ বছরের প্রায় ৬০ শতাংশ শিশু ধর্ষণের শিকার হচ্ছে শুধু আইনের যথাযথ প্রয়োগ না থাকায়। তারা জানান, ধর্ষণ রোধ করতে ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসি চাই।

সর্বশেষ খবর