সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

‘কওমী মাদ্রাসা শান্তির মূর্ত প্রতীক’

দিনাজপুর প্রতিনিধি

‘কওমী মাদ্রাসা শান্তির মূর্ত প্রতীক। এখানে কোন হানাহানি, মারামারি, কাটাকাটি হয় না। উন্নত ও নৈতিক গুণাবলি সম্পন্ন আদর্শ মানুষ তৈরি হয়। তৈরি হয় যোগ্য আলেম। যারা গোটা মানবজাতিকে শান্তির পতাকাতলে আসতে সহায়তা করেন। দিনাজপুর শহরের লোকভবন মিলনায়তনে গতকাল দিনাজপুর কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ আয়োজিত ‘আদর্শ সমাজ গঠনে কওমী মাদ্রাসার অবদান, প্রয়োজনীয়তা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।  সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) মহাসচিব পীরে কামেল শায়খুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস। দিনাজপুর কওমী মাদ্রাসা ঐক্যপরিষদ সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, দিনাজপুর আইডিয়াল হাসপাতালের স্বত্বাধিকারী প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা জোবায়ের সাঈদ। উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা আকবর হোসাইন কাসেমী।

সর্বশেষ খবর