সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

অ্যাপ দেবে পণ্য পরিবহন সেবা

নিজস্ব প্রতিবেদক, যশোর

উবার, পাঠাওসহ কয়েকটি প্রতিষ্ঠান রাজধানীতে মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে যাত্রী পরিবহন করছে বেশ কিছদিন ধরেই। একইভাবে এবার পণ্য পরিবহন সেবা দিতে যাচ্ছে টি-কিং ট্রাক, পিকআপের মালিকরা। শনিবার রাজধানীর আর্মি গলফ ক্লাব অডিটোরিয়ামে এই অ্যাপের উদ্বোধন করেন টি-কিং ট্রাকের প্রস্তুতকারক প্রতিষ্ঠান চীনের তাংজুন উলিং অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানির চেয়ারম্যান শুয়ে শিংচেন। এ সময় টি-কিং গাড়ির বাংলাদেশের পরিবেশ গাংচিল গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান খান, জেনারেল ম্যানেজার  জিয়া হাইফেং, ডাচ-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম, ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জহিরুল আলম, লংকা-বাংলা ও আইডিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টি-কিং কর্তৃপড়্গ বলেন, যাত্রী পরিবহণ সেবা দেওয়া অ্যাপের মতো তাদের এই অ্যাপটিও টি-কিং ট্রাকের মালিক ও যারা পণ্য পরিবহণের জন্য ট্রাক ভাড়া করতে চান তারা উভয়েই ব্যবহার করতে পারবেন। এরফলে আগে যেখানে টি-কিং ট্রাকের মালিকরা মাসে ১০ থেকে ১৫টি ভাড়া পেতেন, এখন এই সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। অ্যাপের এই সেবাটি টি-কিং ট্রাকের স্থানীয় পরিবেশকের পড়্গ থেকে বিনামূল্যে দেওয়া হবে। অ্যাপ উদ্বোধনের আগে একই স্থানে টি-কিং ট্রাক ও পিকআপের ডিলার ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর