বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সাতক্ষীরায় ঝড়ে একজনের মৃত্যু, বাড়িঘর বিধ্বস্ত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে কালবৈশাখী ঝড়ের সময় দেয়ালচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম রিজিয়া খাতুন (৬০)। তিনি শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের বসির আহমেদের স্ত্রী। এ সময় বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। বাঁধ ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি মাছের ঘের। সোমবার রাত দশটার দিকে বয়ে যাওয়া এই ঝড়ের পরই আশাশুনি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফ্রা তাসনিন একজন নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, আকস্মিক ঝড়ে কয়েকটি গ্রামের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয় শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, ঝড়ে তার ইউনিয়নের মাড়িয়ালা, শ্রীউলা, বকচর, লাঙ্গলদাঁড়িয়া, কলিমাখালি, রাধার আঁঁটি, গাজিপুর, মহিষকুড় ও পুঁইজালা গ্রামের প্রায় দেড় হাজার বাড়িঘরের কম বেশি ক্ষতি। বাঁধ ধসে গেছে বেশকটি মাছের ঘেরের।

সর্বশেষ খবর