বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কিশোরগঞ্জে চারজনসহ সড়কে ৯ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

কিশোরগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, ঝিনাইদহ, মাদারীপুর ও টাঙ্গাইলের সখীপুরে সড়কে প্রাণ গেছে আরও পাঁচজনের। কিশোরগঞ্জ : ভৈরব উপজেলার গাজীরটেক এলাকায় গতকাল সকালে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তারা হলেন— অটোরিকশাচালক সানাউল্লাহ, যাত্রী সজিব মিয়া, মাসুদ রানা ও মনোয়ার ভূইয়া। পুলিশ জানায়, সকালে গাজীরটেক এলাকায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই অটোচালক সানাউল্লাহ নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে যাত্রী মারা যান সজিব, মাসুদ ও মনোয়ার। নিহতদের মধ্যে মনোয়ারের বাড়ি ভৈরবের সাদেকপুরে। অপর তিনজন বাজিতপুর উপজেলার পৈলানপুরের বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর উপজেলার মহেশরোড নূরে মদিনা মসজিদের সামনে গতকাল বিকালে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় খালেদ সাইফুল্লা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাইফুল্লাহ ওই গ্রামের মোবারক হোসেনের ছেলে। বগুড়া : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরে গতকাল সকালে কাভার্ড ভ্যানচাপায় জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জুয়েল খান নিহত হয়েছেন।

ঝিনাইদহ : ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুরে গতকাল রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় গৃহবধূ মনজুমা খাতুন নিহত হয়েছেন। তিনি মনজুমা রঘুনাথপুর গ্রামের বসির উল্লাহর স্ত্রী। অপর দিকে দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বাস খাদে পড়ে আহত হয়েছে ১৫ যাত্রী। মাদারীপুর : শিবচরের পাচ্চর বাসস্টান্ডের কাছে গতকাল বাস-ইজিবাইক সংঘর্ষে মমতাজ বেগম নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। তিনি শিবচর উপজেলার মুন্সীরহাট গ্রামের বাদশা মাদবরের স্ত্রী। এছাড়া টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত পল্লী চিকিৎসক আব্দুল কদ্দুসের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার ঘোনারচালা এলাকায়।

সর্বশেষ খবর