সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

জয়পুরহাটে ফসলি জমি কাটার মহোৎসব

মাজেদ রহমান, জয়পুরহাট

জয়পুরহাটে ফসলি জমি কাটার মহোৎসব

জয়পুরহাটের পাঁচবিবিতে বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা এলাকা থেকে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। পাঁচ ফিট গভীর করে মাটি কেটে নেওয়ার ফলে ঝুঁকির মুখে পড়েছে পার্শ্ববর্তী ফসলি জমি। ফলে তারাও এক সময় জমি থেকে মাটি কাটার জন্য বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এভাবে এ এলাকায় শত শত একর জমি নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের নিকট অভিযোগ দিয়ে প্রতিকার মিলছে না। সম্প্রতি এলাকার ৭৫ জন কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। পাটাবুকা গ্রামের অবসরপ্রাপ্ত প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ওই এলাকায় আমার ৪০ বিঘা ফসলি জমি রয়েছে। এমনভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে যাতে পার্শ্ববর্তী জমির মালিক তাদের কাছে জমি বিক্রি করতে বাধ্য হয়। সেখানে অনেক গরিব কৃষকের জমি রয়েছে। নদীর পাড় পর্যন্ত কেটে মাটি বিক্রি করা হচ্ছে। তারা দাঙ্গাবাজ প্রকৃতির হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করে না। কৃষক সাখাওয়াত হোসেনও একই কথা বলেন। বালিঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য জহুরুল হক বলেন, এভাবে মাটি কাটার ফলে বর্ষা মৌসুমে ফসলি জমিগুলো ভেঙে নদীর সঙ্গে একাকার হয়ে যাবে। নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাবে। ফসলি জমির মাটি কাটার বিষয়ে কৃষকের দেওয়া অভিযোগ স্বীকার করে জেলা প্রশাসক মোকাম্মেল হক জানান, এ ব্যাপারে পাঁচবিবি সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে। 

 

সর্বশেষ খবর