সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পঞ্চগড়ে তিন ফসলি জমিতে ইটভাটা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে সদর উপজেলার দিঘলগ্রামে তিন ফসলি জমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে স্থানীয় কৃষকরা সম্প্রতি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছে। ইট ভাটায় জমি দেওয়ার জন্য কৃষকদের হুমকিও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। ওই এলাকার সহস াধিক মানুষের স্বাক্ষরিত অভিযোগে জানা গেছে, শুধু ফসলি জমিই নয়— এই ইট ভাটা গড়ে উঠছে লোকবসতি এলাকার মূল রাস্তার পাশেই। তাই ভাটাটি স্থাপন হলে পরিবেশ হুমকির মুখে পড়বে। জেলার সদর উপজেলার মাগুরা ইউনিয়নের দিঘলগ্রামে হঠাৎ করেই ফসলি জমিতে ইটভাটা নির্মাণের চেষ্টা করছেন ইটভাটা ব্যবসায়ী আটোয়ারীর সাবেক চেয়ারম্যান রশিদুল ইসলাম। এ বিষয়ে ইটভাটা স্থাপনকারী সাবেক চেয়ারম্যান রশিদুল ইসলাম জানান, আমি ইটভাটা নির্মাণ করবো। পরিবেশের ছাড়পত্র নিয়েই করবো। তাতে কে কি বলে বলুক।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো ইটভাটা স্থাপন করতে দেওয়া হবে না।

আমরা ওই ইটভাটা স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছি।

সর্বশেষ খবর