বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গের সড়ক পাকা করা হবে

—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রতিটি স্কুল-মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ত সড়কগুলো পাকাকরণ করা হবে। ইতোমধ্যেই এ প্রকল্প হাতে নিয়েছে সরকার। বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মা সমাবেশ ও উপজেলায় ১৬৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় অভিভাবকের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শতভাগ শিশুকে বিদ্যালয়গামী করার জন্য নানামুখী উদ্যোগ নিয়েছে। আপনারা শুধু খোঁজ নিবেন শিক্ষকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কিনা। জেলা প্রশাসক ড. সুভাস চন্দ  বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. রমজান আলী, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, সাবেক এমপি রুহুল আমিন মাদানী, অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজ, ইউএনও আবু জাফর রিপন প্রমুখ।

সর্বশেষ খবর