শনিবার, ৫ মে, ২০১৮ ০০:০০ টা

আট জেলায় বজ্রপাতে ৯ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

দেশের আট জেলায় বজ্রপাতে তিন শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল বিভিন্ন সময় এ সব বজ্রপাতের ঘটনা ঘটে। মৌলভীবাজারের কুলাউড়ায় খেতে বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় লাবণী আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর গ্রামের বাবুল মিয়ার মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলা এলাকায় বজ্রপাতে জান্নাতী (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জান্নাতী পঞ্চম শ্রেণিতে পড়ত।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাঠামারা গ্রামের জিতু মিয়ার ছেলে মনির হোসেন গতকাল দুপুরে বজ্রপাতে নিহত হয়েছেন। মনির উপজেলার ছলিমাবাদ স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। নারায়ণগঞ্জের আড়াইহাজারে মারা গেছেন কলেজছাত্র অনয় দেবনাথ। উপজেলার সিংগারপুর এলাকায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, খেত থেকে ধান কেটে বাড়ি ফেরার সময় অনয়ের ওপর বাজ পড়ে। হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বানিয়াচং উপজেলার মুড়ারআব্দা গ্রামে রনধীর চন্দ  দাস (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রনধীর মুড়ারআব্দা গ্রামের মৃত যতীন্দ্র চন্দ  দাশের পুত্র। বাহুবল উপজেলার পুটিজুরীতে ধান কাটার সময় কাজী আবুল কালাম (৪২) নামের এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। গুঙ্গিয়াজুরি হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক পুটিজুরী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের কাজী সনজব উল্লাহর ছেলে। চুনারুঘাটে বজ্রপাতে হেনা বেগম (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার উবাহাটা ইউনিয়নের তাউসী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হেনা বেগম ওই গ্রামের কাতার প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী। ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় নিজ বাড়িতে বজ্রপাতে শান্তা সরকার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শান্তা ওই গ্রামের রুবেল সরকারে স্ত্রী।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু উত্তোলনের সময় জাফর মিয়া (৪১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জাফর মিয়ার বাড়ি উপজেলার বরহাটি গ্রামে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গতকাল দুটি বজ পাতের ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তারা হলেন— দুর্গারপুর ইউপির সাবেক চেয়ারম্যান হেলাপ উদ্দিনের পুত্রবধূ মিরা বেগম, নাতনি বৃষ্টি আকতার, আলগার চর গ্রামের সবুজ মিয়া, আব্দুস সামদ ও আবদুল খালেক। আহতরা কুড়িগ্রাম সদর ও  রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সর্বশেষ খবর