বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

দিনাজপুরে ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিভিন্ন স্থানে কিছুক্ষণের ঝড়সহ শিলাবৃষ্টিতে গাছপালা, ঘর-বাড়িসহ ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এ ঝড়সহ শিলা বৃষ্টি হয়। দিনাজপুরের বীরগঞ্জসহ কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখীর ঝড়ে বাড়ি-ঘর, গাছপালাসহ বোরো ধান, আম-লিচুর ক্ষতি হয়েছে। এর মধ্যে বীরগঞ্জের তিনটি ইউপিতে ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়। বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউপির বাজিতপুর গ্রামের শিক্ষক পাভেল জানান, সকালের আধা ঘণ্টার প্রচণ্ড শিলাসহ ঝড়বৃষ্টিতে আমার ঘরের টিনের চালা ফুটো হয়ে গেছে। একই অবস্থা এই গ্রামের বালাপাড়ার সুকারুর বাড়িও। কোথাও কোথাও গাছপালা উপড়ে রাস্তার উপর পড়ে। শত শত বিঘার ফসল মাটিতে শুয়ে পড়ে। যেখানে সেখানে জমে থাকে বৃষ্টির সময় পড়া শিলা। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বীরগঞ্জ কৃষি অফিসের শাহজাহান আলী জানান, বীরগঞ্জ উপজেলার শতগ্রাম, পলাশবাড়ী, শিবরামপুর এই তিনটি ইউনিয়নে এই কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর