শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

মাচা থেকে ঘরে সেই বাবা

দিনাজপুর প্রতিনিধি

‘ছেলে থাকে টিনের ঘরে, বাবা থাকেন মাচায়’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশের পর সেই বাবাকে ঘরে তুললেন ছেলে। খবরটি প্রকাশের পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার হতে থাকে। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীও। প্রশাসনের লোকজন বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিতে থাকেন। এ পরিস্থিতিতে বয়সের ভারে ন্যুব্জ বাবা গাঠি মোহাম্মদকে বুধবার রাতেই ঝুপড়ি ঘর থেকে টিনের ঘরে নিয়ে যান ছেলে মহির উদ্দিন। বীরগঞ্জ থানার এসআই দুলাল হোসন জানান, এখন নিজ ঘরে বাস করছেন গাঠি মোহাম্মদ। ছেলের প্রতি তার কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি। উল্লেখ্য, পারিবারিক কলহের জেরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রাজীবপুর গ্রামের ৯০ বছরের গাঠি মোহাম্মদকে তার ছেলে বাড়ির পাশে বাঁশ বাগানের কাছে বাঁশের মাচায় পলিথিন আর প্লাস্টিকের বস্তা দিয়ে থাকার জায়গা করে দেন। এরপর থেকে তিনি ওই ঝুপড়ি ঘরেই থাকতেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর