সোমবার, ১৪ মে, ২০১৮ ০০:০০ টা

পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার দাবিতে মহাসমাবেশ

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীরা একের পর এক খুন, গুম, অপহরণের ঘটনা ঘটিয়ে পাহাড়কে অশান্ত করে রেখেছে। সাধারণ মানুষের এখন মৃত্যুর গ্যারান্টি নেই। সন্ত্রাসীদের বন্দুকের গুলিতে কখন কে মারা যায় কেউ জানে না। পাহাড়ের মানুষ আর অস্বাভাবিক মৃত্যু চায় না। সরকারকে সশস্ত্র সন্ত্রাসী নির্মূলে এখনি সঠিক সিদ্ধান্ত নিতে হবে। উদ্ধার করতে হবে পাহাড়ের সব অবৈধ অস্ত্র। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজ আয়োজিত মহাসমাবেশে স্থানীয়রা এ কথা বলেন। এ সময় দীপংকর তালুকদার, ফিরোজা বেগম চিনু, হাজী মো. মুছা মাতব্বর, বেলায়েত হোসেন ভূইয়া বক্তৃতা করেন। পরে সচেতন পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোড়ালো করার লক্ষ্যে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এর আগে পৌরচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলে ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিকসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

সর্বশেষ খবর