মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

দুই মাস ধরে বাড়িছাড়া প্রবাসীর পরিবার

মামলা হলেও গ্রেফতার নেই

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে প্রতিপক্ষের হুমকির মুখে দুই মাস ধরে বাড়িছাড়া এক প্রবাসীর পরিবার। এ ঘটনায় থানায় মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো মামলা তুলে নিতে বাদীকে মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিবপুর থানার ওসি-তদন্ত মোমেনুল ইসলাম জানান, মমালায় চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে। আসামি গ্রেফতারে অভিযানও অব্যাহত আছে। জানা যায়, প্রায় আট বছর ধরে ইতালি রয়েছেন শিবপুর উপজেলার চলনদিয়া গ্রামের মতি মিয়ার ছেলে আজিজ। বিদেশে অর্জিত অর্থ দিয়ে গ্রামে বাড়ি নির্মাণ করেন প্রবাসীর পরিবার। বাড়ি তৈরির পর থেকে এলাকার একটি মহল তাদের কাছে টাকা দাবি করে। টাকা না দিলেই ভয়ভীতি দেখাতো। প্রতিবাদ করলে চালাতো নির্যাতন। সবশেষ প্রায় দুই মাস আগে স্থানীয় মজনু ও মোশারফের নেতৃত্বে ৭০-৮০ জন প্রবাসীর বাড়িতে হামলা চালায়। তারা আসবাপত্র ভাঙচুর ও ২৫ লাখ টাকার মাল লুট করে। তখন পুলিশ ভুক্তভোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসেন। প্রবাসীর মা রোকেয়া বলেন, ‘বাড়ি করাই আমাদের কাল হয়েছে। এর পর থেকেই মজনু, মোশারফ, আইনউদ্দিনরা আমার কাছে টাকা দাবি করে আসছে। দিতে অস্বীকার করলেই বাড়িতে হামলা-লুটপাট চালায়।’ বাদী মতি মিয়া বলেন, পুলিশ এখন পর্যন্ত জড়িতদের গ্রেফতার করতে পারেনি। উল্টো মজনু, মোশারফদের হুমকির মুখে আমরা পালিয়ে বেড়াচ্ছি। পালিয়ে থাকার বিষয়টি থানায় জানিয়েছি। এতে তারা আরও ক্ষুব্ধ হয়ে আমার ছেলেকে মামলায় ফাঁসানোর এবং আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।’ অভিযুক্ত মজনু বলেন, ‘আমিই আজিজকে বিদেশ পাঠিয়েছি। বিদেশ থেকে এসে সে আমার বাবা-ভাতিজাকে মারধর করে। বাইরে থেকে সন্ত্রাসী এনে আমাদের বাড়ির লোকজনকে ভয় দেখায়।’

 

 

 

সর্বশেষ খবর