মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

তিন কক্ষের তালায় সুপার গ্লু পাঁচ দিন অস্ত্রোপচার বন্ধ

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারসহ তিনটি কক্ষের তালা বিকল করে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে অস্ত্রোপচার। তালা বিকল করার ঘটনায় গত শনিবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হলেও গতকাল পর্যন্ত কাজই শুরু হয়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে যে কোনো সময় ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন, চিকিৎসক ও স্টোর রুমের তালায় সিসার গুড়া, সুপার গ্লু দিয়ে তালা বিকল করে দেওয়া হয়। বিষয়টি ওই দিন রাতে কর্তৃপক্ষের নজরে আসে। পরদিন ভাঙ্গা থানায় জিডি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবুল হাসেন শেখ বলেন, ‘হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা মেহেদী হাসানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছি। আমি বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছি।’ মেহেদী হাসান গতকাল বলেন, ‘শুনেছি তদন্ত কমিটি হয়েছে। দাপ্তরিক আদেশ না পাওয়ায় এখনও কাজ শুরু করতে পারিনি। থানায় অভিযোগ দেওয়ার কারণে তদন্তের স্বার্থে তালাগুলো ভাঙা হয়নি।’ ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, তালা বিকল করার ঘটনায় হাসপাতালের ভিতরের লোকজনও জড়িত থাকতে পারেন।  

 

সর্বশেষ খবর