মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

ফরিদপুরে পাঁচ শতাধিক রোগীকে চিকিত্সা সেবা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে অসহায়, দরিদ্র পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ওষুধ ও চশমা প্রদান করেছে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন। সোমবার দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কৃষক লীগের কেন্দ ীয় কমিটির সহসভাপতি আরিফুর রহমান দোলন। ফাউন্ডেশনের কর্মকর্তা শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বোয়ালমারী পৌরমেয়র মোজাফফর হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীম মোল্যা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু মিয়া, গোলাম সারোয়ার মৃধা, সৈয়দ আব্দুর রহমান বশার, চক্ষু বিশেষজ্ঞ ডা. রাহাত আনোয়ার প্রমুখ। দোলন বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা একটু আন্তরিক হলে সমাজের অনেক অবহেলিত ও সুবিধা ঞ্চিত মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারে।

 

সর্বশেষ খবর