মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

এক পলক

জমাট বাঁধা সিমেন্ট পড়ে মৃত্যু

মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে কারখানা পরিষ্কার করতে গিয়ে শাহীন ও রাশিদুল নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাফিজুর রহমান নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

গতকাল বন্ধ থাকা ফ্যাক্টরির ভিতরে পরিষ্কার করতে গিয়ে জমাট বাঁধা সিমেন্ট শরীরে পড়ে এ ঘটনা ঘটে। নিহত শাহিন চাঁদপুর জেলার মতলবের মান্দাতলা গ্রামের শাহাদত খন্দকারের ছেলে। আহত হাফিজুর টাঙ্গাইল জেলার ঘাটাইলের দশআনী বকশিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। রাশিদুলের নাম পরিচয় জানা যায়নি। —মুন্সীগঞ্জ প্রতিনিধি

উন্নয়ন কাজ পরিদর্শন

দিনাজপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ এম ইকবালুর রহিম এমপি। সোমবার দুপুরে সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুরে হুইপ তার মরহুম পিতার কবর জিয়ারত করেন। এ সময় গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর কেবিএম কলেজের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। সন্ধ্যায় দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

—দিনাজপুর প্রতিনিধি

মোড়ক উন্মোচন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে সংবর্ধিত করেছে বাংলা বিভাগ। এছাড়া সংবর্ধনা শেষে বাংলা বিভাগ স্নাতকোত্তর ৪২তম ব্যাচের শিক্ষার্থীদের ম্যাগাজিন গোধূলির মোড়ক উন্মোচন করা হয়। বিভাগীয় প্রধান প্রফেসর ফাতেমা সুলতানার সভাপতিত্বে সোমবার কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ রতন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আবু তাহের,  শিক্ষক পরিষদ সম্পাদক বিজয় কৃষ্ণ রায়।

—কুমিল্লা প্রতিনিধি

রোগীদের সহায়তার চেক প্রদান

সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। সোমবার জেলা সমাজসেবা কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শংকর শরণ সাহা, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সমাজসেবা অফিসার (রেজি.) মোহাম্মদ বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শংকর শরণ সাহা জানান, ২০১৭-২০১৮ অর্থবছরে এ পর্যন্ত ৪১টি চেকের মাধ্যমে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ২০ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। —গাজীপুর প্রতিনিধি

মতবিনিময়

কুমিল্লার দাউদকান্দি পৌরসভা উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কের  এলএডি লাইটিংয়ের উদ্বোধন করা হয়। এ দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি। সভাপতিত্ব করেন পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাঈম ইউছুফ সেইন। বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন (অব.), কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, পৌর প্যানেল মেয়র-১ রকিব উদ্দিন, পৌরসচিব মনিরুজামান প্রমুখ। —দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর