মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

পল্লী বিদ্যুৎ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রি-পেইড মিটারের নামে গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি। গতকাল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গাজীপুর জেলা শাখার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এলাকার কয়েকশ’ গ্রাহক অংশ নেন। তারা ঢাকা-গাজীপুর সড়কের গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, কিছুদিন ধরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার প্রিপেইড মিটারের সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবহারের জন্য সমিতি কার্যালয়ের একমাত্র ভেন্ডিং স্টেশন থেকে কার্ড সংগ্রহ করে এসব মিটারে রিচার্জ করতে হয়। পর্যাপ্ত সংখ্যক বুথ বা বিক্রয় কেন্দ্র না থাকায় প্রতিদিন ন্যূনতম ৪/৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। নতুন এসব প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এছাড়াও অফিস বন্ধকালীন সময়ে গ্রাহকদের প্রিপেইড মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে পরবর্তী সময়ে অফিস খোলা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে বলে পল্লী বিদ্যুৎ সমিতির ঘোষণা দিলেও বাস্তবে তা হচ্ছে না। এছাড়াও বিদ্যুৎ ব্যবহার করা না হলেও প্রায়শঃ মিটারের ব্যালেন্স শূন্য হয়ে যায়। যার সদুত্তর পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট অফিস থেকে জানা যাচ্ছে না। বক্তারা এসব সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। অন্যথায় বর্তমান প্রিপেইড মিটার পদ্ধতিসহ আন্দোলনের কর্মসূচি শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানান।

সর্বশেষ খবর