বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

আট জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩২

প্রতিদিন ডেস্ক

আট জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ এবং আহত হয়েছেন ৩২ জন। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—

মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ক্রসব্রীজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। গতকাল বিকালে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের তাত্ক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহ : মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার খাজুলিয়া গ্রামের জালাল উদ্দিন ও একই উপজেলার কমলাপুর গ্রামের মোস্তাফিজুর রহমান লেবু। হবিগঞ্জ : জেলার মাধবপুরে শ্যামলী পরিবহনের বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হন আরও চারজন। মঙ্গলবার সকালে উপজেলার হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজের কাছে গত রাতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মানিকগঞ্জের শিংগাইর উপজেলার মানিকনগর গ্রামের মেহেদী হাসান বাবু এবং রাজশাহীর তানোর উপজেলার টিপরা শালনা গ্রামের সানোয়ার। এদের মধ্যে বাবু বিদেশ থেকে কিছুদিন আগে ছুটিতে বাড়ি আসেন এবং সানোয়ার হোমিও চিকিৎসক। নাটোর : বড়াইগ্রামে মহিষভাঙ্গা এলাকায় গতকাল কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক মানিক হোসেন নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা : দামুড়হুদার জয়রামপুর এবং আলমডাঙ্গার কাথুলি গ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, জয়রামপুর গ্রামের আহসান হাবীব ও কাথুলি গ্রামের আক্কাস আলীর স্ত্রী সুফিয়া বেগম। চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ডেলমাস নামে একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী তাজিবুর মোল্লা বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটো চাপায় চার শিক্ষার্থী আহত হয়েছে। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণপাড়া এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দক্ষিণপাড়া গ্রামের স্কুলছাত্রী তিশাকে ঢাকা মেডিকেল এবং রিনা ও কলেজছাত্র আশিক ও আখিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর