বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

এক পলক

রামগতিতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে পাানিতে ডুবে বীথি (৮) ও ওয়ালিদ (৫) নামে  ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার পোড়াগাছা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু পোড়াগাছা ইউনিয়নের ফিরোজ কবিরের সন্তান। স্বজনরা জানান, বীথি ও ওয়ালিদ নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুই ভাই-বোনের কেউ একজন পানিতে পড়ে গেলে অপরজন বাঁচাতে গিয়ে একই সঙ্গে তাদের মৃত্যু হয়।

—কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

বজ্রপাতে কৃষি শ্রমিক ও নারীর প্রাণহানি

কিশোরগঞ্জের হোসেনপুরে বজ্রপাতে এখলাছ (১৪) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সাহেদল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে এখলাছ বাড়ির পাশে জমিতে সার দিচ্ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বাজ পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। এদিকে দিনাজপুরের বিরামপুরে বজ্রপাতে কার্তিকী বালা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল কাটলা ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের মৃত নিবাস চন্দ্র রায়ের স্ত্রী। —প্রতিদিন ডেস্ক

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল পাশা হাবিব উদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে মো. নুরুল হাসান ফরিদী, মো. শামীম আহম্মদ, মো. সাজেদুর রহমান, মো. সেলিমুজ্জামান, মো. আফজাল হোসেন প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন। —গোপালগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর