বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

আসামি মারা গেছেন জানতেন না তদন্ত কর্মকর্তা

ব্লগার অনন্ত হত্যা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহি (২৪) গত বছর ২ নভেম্বর কারান্তরীণ অবস্থায় মারা  গেছেন। তবে বিষয়টি জানতেন না মামলার তদন্ত কর্মকর্তা। জানা যায়, অনন্ত বিজয় হত্যা মামলায় ২০১৫ সালের ২৮ আগস্ট মান্নান ইয়াহিয়া ও তার ছোট ভাই মোহাইমিন নোমানকে আটক করে সিআইডি। ওই বছরের ২ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মান্নান। গত বছর ২ নভেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মান্নান। মান্নানের বাবা মুক্তিযোদ্ধা হাফিজ মাঈন উদ্দিন বলেন, মান্নান ইয়াহিয়া কারান্তরীণ ছিল। গত বছরের ৩ নভেম্বর তার মৃত্যুর খবর জানানো হয়। ৪ নভেম্বর আমরা লাশ পেয়ে দাফন করি।

এদিকে, কারাগারে মান্নান ইয়াহিয়ার মৃত্যুর বিষয়টি জানতেন না বলে মন্তব্য করেছেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী। মান্নান মারা যাওয়ার বিষয়ে কেউ তাকে অবহিত করেনি বলেও মন্তব্য তার। তবে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানিয়েছেন, মান্নানের মৃত্যুর বিষয়ে আদালত অবহিত রয়েছেন। অভিযোগ গঠনের সময় তার নাম বাদ দিয়ে অভিযোগ করবেন আদালত। প্রসঙ্গত, ৩০ জুন অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় অভিযোগ গঠনের তারিখ ধার্য করেছে আদালত। একই সঙ্গে মামলাটি সিলেট মহানগর দায়রা জজ আদালত থেকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।

২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে খুন হন অনন্ত দাশ বিজয়।

সর্বশেষ খবর