বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা
সখীপুরে কাদের সিদ্দিকী

যতদিন বাঁচব বঙ্গবন্ধুকে নেতা মেনে রাজনীতি করব

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, বঙ্গবন্ধুকে নেতা বলে জানি, মানি। যত দিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে নেতা বলে মেনে রাজনীতি করব। লতিফ সিদ্দিকীর পাঞ্জাবি ধরে রাজনীতিতে এসেছিলাম, বঙ্গবন্ধুকে পেয়ে দেশকে চিনেছিলাম। সোমবার সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে হামিদুল হক বীরপ্রতীক ও মুক্তিযোদ্ধা আবদুস সালাম সিদ্দিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি ইচ্ছা করলে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র তুলে দিতে পারতাম। কিন্তু আমি অস্ত্র হাতে নিয়ে বঙ্গবন্ধুর পায়ের কাছে বিছিয়ে দিয়েছিলাম এ জন্য যে, অস্ত্র কোনো শক্তি নয়, নেতা হলো শক্তি, মেধা হলো শক্তি। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ও কাদেরিয়া বাহিনীতে হামিদুল হকের তুলনা হয় না। আজকে যারা সখীপুরে মুক্তিযোদ্ধা বলে গর্ব করে তাদের আমি স্ট্যাম্পে লিখে দিয়ে বলতে পারি, আমি কাদের সিদ্দিকী সখীপুরে না এলে তারা সবাই রাজাকার হতেন। কাদেরিয়া বাহিনীর আয়োজনে মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিম, আবদুল্লাহ বীরপ্রতীক, পৌরমেয়র আবু হানিফ আজাদ, ইউএনও মৌসুমী সরকার রাখী ও মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার প্রমুখ।

সর্বশেষ খবর