বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা

বরগুনায় কালবৈশাখী ঝড়ে ২০ ঘরের ক্ষতি, আহত ৪

বরগুনা প্রতিনিধি

বরগুনার বড়ইতলা এবং লতাবাড়ীয়া এলাকায় কালবৈশাখী ঝড়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ও ২০টি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ৪ জন আহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মেঘ জমতে শুরু  করে আকাশে। এমন সময় বিষখালী নদীর মধ্যে দিয়ে বাতাস ঘুরতে ঘুরতে প্রবল বেগ নিয়ে বড়ইতলা মুক্তিযোদ্ধা বাজারে আঘাত হানে। এ সময় বাজারের চারটি মুদি দোকান উল্টিয়ে রাস্তায় ফেলে দেয়। দোকানে থাকা দোকানদার ও দোকানের সামনে বসে থাকা লোকজন দোকানের নিচে পড়ে আহত হয়। ঝড় থামলে তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে বড়ইতলা ও লতাবাড়ীয়া গ্রামে ২০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযোদ্ধা বাজারের বিদ্যুতের খুঁটিসহ তার ছিড়ে গেছে।  স্থানীয় সমাজ সেবক আ. খালেক মিয়া বলেন, এখানে গরিব মানুষের অনেক ক্ষতি হয়েছে। দুই গ্রাম মিলিয়ে চারটি দোকান ও ২০টির মতো বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি ধারণা করেন। এ ঘটনায় বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকারের উপ-পরিচালক এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারের পক্ষ থেকে সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর