শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

অব্যাহতি পাওয়ার পর ফের আসামি!

ট্রিপল মার্ডার মামলা পিবিআইয়ে

সুনামগঞ্জ প্রতিনিধি

দিরাই উপজেলায় জলমহাল নিয়ে আওয়ামী লীগের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেসস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর অভিযোগ থেকে ‘অব্যাহতি পাওয়া’ পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ প্রভাবশালীরা ফের আসামিভুক্ত হয়েছেন। সুনামগঞ্জের দিরাই-জামালগঞ্জ জোনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান গতকাল এ আদেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী। গত ৪ এপ্রিল আলোচিত এই মামলার ১৪ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে চার্জশিট দেন সিআইডি পরিদর্শক ও তখনকার মামলা তদন্তকারী কর্মকর্তা জহিরুল হক কবির। শুনানি শেষে ১২ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করে আদালত। এতে অব্যাহতি পেয়ে যান দিরাই পৌরমেয়র মোশাররফ মিয়া, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ১৪ জন। এই আদেশে সংক্ষুব্ধ হয়ে ১৫ এপ্রিল নারাজি দেন বাদী উপজেলা যুবলীগ নেতা একরার হোসেন। শুনানি শেষে বৃহস্পতিবার অধিকতার তদন্তের জন্য আদালত মামলাটি পুনতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ জানুয়ারি সকালে দিরাই উপজেলার জারলিয়া জলমহালের দখল নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে একপক্ষের তিনজন নিহত হন। এ ঘটনায় দিরাই উপজেলা চেয়ারম্যান, দিরাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩৯ জনকে আসামি করে থানায় মামলা করেন যুবলীগ নেতা একরার হোসেন।

সর্বশেষ খবর