শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ৫

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জ, মাগুরা ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক কলেজশিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া রংপুরের বদরগঞ্জে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে আহত হয়েছেন ১০। প্রতিনিধিদের খবর— সিরাজগঞ্জের তাড়াশে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে কলেজশিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— পাবনার ভাঙ্গুড়া উপজেলার রবীন্দ্রনাথ সরকারের ছেলে ও শাহজাদপুর মহিলা কলেজের প্রভাষক গোপীন্দ্রনাথ সরকার (৪৫), তাড়াশ উপজেলার ঘরগ্রামের দুলালের ছেলে সোহাগ (২৮) ও আমবাড়িয়ার মান্নানের স্ত্রী রেনুকা বেগম। মাগুরা : জেলা শহরের একতা কাচা বাজার এলাকায় জয়নাল হোসেন (৩০) নামে এক নছিমনচালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উজেলার সাত গাছিয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। টাঙ্গাইল : টাঙ্গাইল-ভূঁইয়াপুর সড়কের কালিহাতীতে গতকাল পিকআপচাপায় আলিম (৩৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আলিম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আসাদ নামের আরেক শ্রমিক আহত হয়েছেন। বদরগঞ্জ : রংপুর-বদরগঞ্জ সড়কে গতকাল ট্রাক্টর ও অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রাইম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর