শিরোনাম
শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

বাগেরহাটে কুকুর আতঙ্ক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কুকুরের কামড়ে ৩০ জন আহত হয়েছেন। এছাড়া কুকুরে কামড়ানো গরুর দুধ পানে অসুস্থ হওয়ার ভয়ে এক গ্রামের ৯০ জন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সদর উপজেলার কাড়াপাড়া ও মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান বলেন, কুকুরে কামড়ানো গরুর দুধ খেয়ে অসুস্থ হওয়ার আশঙ্কায় শিশু-নারীসহ প্রায় ৯০ জন হাসপাতালে আসেন। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে চারটি ভ্যাকসিন নিলেই তারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। যাদের কামড়ানো হয়েছে তারা সবাই এখন শঙ্কামুক্ত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর