শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

ম্যাজিস্ট্রেট আসছেন শুনে ...

কুমিল্লা প্রতিনিধি

ম্যাজিস্ট্রেট আসছেন শুনে পালিয়ে গেলেন মাছ ব্যবসায়ীরা। কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে গতকাল এ ঘটনা ঘটে। জানা যায়, রমজান উপলক্ষে বাজার পরিদর্শনে বের হন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর। তিনি নিউ মার্কেট এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তারাও ছিলেন। এদিকে পাশের রাজগঞ্জ মাছ বাজারে ম্যাজিস্ট্রেট আসবে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে ফরমালিন এবং কম ওজনের বাটখারাওয়ালা ব্যবসায়ীরা সটকে পড়ে। এছাড়া পাশের মুরগির কিছু দোকানও বন্ধ হয়ে যায়। কিছু মুরগি ও মাংস ব্যবসায়ীদের দোকান পরিচ্ছন্ন করতে দেখা যায়। এক ক্রেতা জানান, কিছু ব্যবসায়ী দোকান অপরিচ্ছন্ন রাখে। মালে ভেজাল মেশায় এবং ওজনে কম দেয়। এছাড়া গলাকাটা দাম রাখে। বাজার নিয়ন্ত্রণে প্রতি সপ্তাহে জেলা প্রশাসনের বাজার পরিদর্শন করা উচিত। জেলা প্রশাসক বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পণ্যের দর স্থানীয় গণমাধ্যমে প্রচার করা হবে। যাতে মানুষকে দুর্ভোগে পড়তে না হয়।

সর্বশেষ খবর