শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

এক পলক

জরিমানা

সখীপুরে মাদক সেবনের দায়ে চার যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, শহীদ হোসেন, জুয়েল রানা, রতন মিয়া ও শাহীনুল ইসলাম। —সখীপুর প্রতিনিধি

প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ের প্রায় আট কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে স্কুল কমিটির সদস্য রেজাউল করিমের বিচার দাবি করা হয়েছে। গতকাল এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি আরাফাত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূঁইয়া, সালাউদ্দিন মেম্বার, অ্যাড. আজাহার, আলাউদ্দিন মাস্টার, আক্তারুজ্জামান, কুসুম ভূঁইয়া।

—রূপগঞ্জ প্রতিনিধি

জাপার গণসংযোগ

কুমিল্লা-১ আসনে সম্ভাব্য প্রার্থী জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক, ছাত্রসমাজের সাবেক সভাপতি মাখন সরকার দাউদকান্দির জিংলাতলী ও মালীগাঁও ইউনিয়নে গণসংযোগ করেন। এর আগে মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নে গণসংযোগ ও কর্মিসভা করেন। এ সময় মাখন বলেন, ‘মহাজোটের  প্রার্থী হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা জাপা নেতা মুখলেছুর রহমান, কবির হোসেন হাউদ, ইকবাল হোসেন বেপারী। দাউদকান্দিতে উপস্থিত ছিলেন, উপজেলা জাপা নেতা আশিকুর রহমান সাদেক ও ইকবাল বেপারী প্রমুখ। —দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর