শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

স্কুলের ফটক দখল করে গাড়ি পার্কিং

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের মূল ফটক, কাচারি সড়ক, বাজার সড়ক দখল করে গাড়ি পার্কিং করার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে ঢুকতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে— চাল, পিয়াজ, আদা রসুন, তেল, আটা ময়দাসহ সব ব্যবসায়ীর আড়ৎ টঙ্গী বাজার। এর মধ্যে উল্লেখযোগ্য, চৌধুরী রাইচ, সায়েদ অ্যান্ড ব্রাদার্স, করিম পিয়াজ আড়ৎ, রুপসী বাংলা, খাজা ট্রেডার্স, ভাই ভাই রাইচ স্টোর, মিম রাইচ, জাকির ট্রেডার্স, আলী আকবর রাইচ, আল্লারদান, অভি, বিক্রমপুর বাণিজ্যালয়, রিয়াজ ট্রেডার্স, বিসমিল্লাহ রাইচ, পুবালী রাইচ, আজম ট্রেডার্স, মিজান এন্টারপ্রাইজ, মদিনা ট্রেডার্স, পাটোয়ারী রাইচ, বিশাল কলার আড়ৎসহ অসংখ্য আড়ৎ রয়েছে। এসব আড়ৎ ব্যবসায়ী নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন জেলা থেকে ট্রাকে ট্রাকে মালামাল এনে নিজ নিজ দোকানের সামনে কিংবা সড়ক দখল করে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি পার্কিং করে মাল লোড-আনলোড করছেন। বিদ্যালয়ের এক অভিভাবক রেখা আক্তার বলেন প্রতিদিন স্কুলের সামনে গাড়ি থাকায় বাচ্চারা স্কুলে ঢুকতে পারে না। বিষয়টি কেউ দেখছে না। ভাই রাইচ স্টোরের মালিক জামাল উদ্দিন খান বলেন, রোজা উপলক্ষে এটা হয়েছে। তবে দু/একদিনের মধ্যে সমস্যা থাকবে না। কলেজ অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন— স্কুলের সামনে গাড়ি রাখায় শিক্ষার্থীরা স্কুলে ঢুকতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

সর্বশেষ খবর