শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে যানজট নিরসনে পুলিশের উদ্যোগ

গাজীপুর প্রতিনিধি

পবিত্র রমজান মাসে যানজট নিরসনে মহাসড়কে বাড়তি পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করবে। মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে হোন্ডা টহল জোরদার এবং বিপণি বিতানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। গতকাল বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানজট পরিস্থিতি পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, টঙ্গী থেকে সালনা এবং মীরের বাজার থেকে চন্দ া পর্যন্ত মহাসড়কের পাশে কোনো পার্কিং থাকবে না। অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবে না। যানজট নিরসনে এখানে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের সাত শতাধিক সদস্য কাজ করবে। এছাড়া বিপণি বিতানে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ থাকবে। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, কমিউনিটি পুলিশের যুগ্ম আহ্বায়ক সুলতান উদ্দিন সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সদস্যদের তৎপরতায় তাত্ক্ষণিকভাবে চান্দনা চৌরাস্তা এলাকার ভাসমান দোকান, অবৈধ গাড়ি পার্কিংমুক্ত হয়।

সর্বশেষ খবর